হাতিয়ায় জোয়ারে ভেসে এলো বিষধর রাসেল ভাইপার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এসেছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার।
রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. সোহেল।
বিজ্ঞাপন
মো. সোহেল ঢাকা পোস্টকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে জোয়ারের পানির সাথে ভেসে আসা সাপটি প্রথমে নদীর ঘোলা পানির ওপর মাথা তোলে। সাপের গায়ের বিশেষ নকশা ও বাদামি-হলুদ রঙ দেখে আমরা বুঝতে পারি এটি রাসেল ভাইপার। পরে পানির স্রোতে ভেসে গিয়ে সাপটি দৃষ্টিসীমার বাইরে চলে যায়।
স্থানীয় বাসিন্দা মো. কাজল ঢাকা পোস্টকে বলেন, গত দুই-তিন বছরে দ্বীপ অঞ্চলে কয়েকবার রাসেল ভাইপারের দেখা মিলেছে। সাধারণত এ সাপ শুষ্ক ও তৃণভূমি এলাকায় থাকে। তবে সম্প্রতি জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা প্রাণীর সংখ্যা বেড়েছে। এতে নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, রাসেল ভাইপার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম মারাত্মক বিষধর সাপ। এর কামড়ে তীব্র রক্তক্ষরণ, শ্বাসকষ্ট ও কিডনি বিকলসহ কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। তাই এমন সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত স্থানীয় প্রশাসন বা বন্যপ্রাণি সংরক্ষণ কর্তৃপক্ষকে জানাতে হবে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান ঢাকা পোস্টকে বলেন, সম্ভবত উজান থেকে পানির স্রোতে ভেসে এসেছে। জোয়ার বা নদীপথে ভেসে আসা বন্যপ্রাণি মানুষের বসতিতে ঢুকে পড়লে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমরা স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। এছাড়া জলবায়ু পরিবর্তন ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে ভবিষ্যতে এমন ঘটনার হার আরও বাড়তে পারে।
হাসিব আল আমিন/আরকে