জয়পুরহাট সীমান্তে ৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে ৫ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা একই পরিবারের সদস্য এবং বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে দুপুরে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিজ্ঞাপন
বিজিবির কাছে হস্তান্তর হওয়া ৫ জন হলেন- মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের আট বছর ও পাঁচ বছর বয়সী দুইজন শিশু ছেলে এবং দুই বছর বয়সী একজন মেয়ে সন্তান। তারা খুলনা জেলা সদরের দক্ষিণ টুটপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, তারা অবৈধভাবে ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এন্নাকুলাম নামকস্থানে গিয়েছিলেন। সেখানে একটি ভাঙারি দোকানে দিন মুজুরের কাজ করতেন মুরাদ মোড়ল। সম্প্রতি দেশে ফেরার পথে সীমান্ত পিলার ২৮২ এর ৪৩ নম্বর সাব পিলার থেকে প্রায় ৮শ গজ ভারতের ভেতরে ওই ৫ জনকে বিএসএফ আটক করে। পরে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এক ঘণ্টা সময় সীমান্তের কয়া বিওপি এলাকার সীমান্ত ২৮১ নম্বর মেইন পিলারের ৫৪ নম্বর সাব পিলারের কাছে পতাকা বৈঠক করা হয়। বৈঠকের মাধ্যমে ৫ জন বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ।
বিজ্ঞাপন
২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, ৫ জনকে গ্রহণের পর পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, তিনজন শিশুসহ ৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চম্পক কুমার/আরকে