বিয়ের ২০দিন পর নববধূর মরদেহ উদ্ধার
জামালপুর জেলার বকশীগঞ্জে বিয়ের ২০দিন পর মিলি আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মিলি আক্তার বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রোমান মিয়ার স্ত্রী ও কাগমারীপাড়া গ্রামের ফকির আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
বিজ্ঞাপন
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর পশ্চিম পাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে ওই মরদেহ উদ্ধার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার কাগমারী পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে ২০ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রোমান মিয়া-এর সঙ্গে মিলি আক্তারের বিয়ে হয়। বুধবার রাত ১২ টার দিকে রোমান বাজার থেকে ফিরে নিজ ঘরে রশিতে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলির মরদেহ উদ্ধার করে। মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হলে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
মিলি আক্তারের চাচা মিলন মিয়া জানান, “পরিকল্পিতভাবে আমার ভাতিজী মিলিকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।”
নিহতের বাবা ফকির আলী বলেন, “মিলি কোন ভাবেই আত্মহত্যা করতে পারেনা। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। বিয়ের ২৬ দিনের মাথায় মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এর কোনো কারণ আমি বুঝতে পারছি না।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।#
মুত্তাছিম বিল্লাহ/এসএমডব্লিউ