দুপুরে গ্রেপ্তার, বিকেলে মুক্ত আ.লীগ নেত্রী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে প্রতারণার মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে আদালতে সোপর্দ করার পর জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে বিকেলের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে এক নারী আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগে ওই দিন সকালে থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই বন্দনা চাম্বুগংকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রেড জুলাইয়ের সদস্য সচিব সোহানুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিলেন বন্দনা চাম্বুগং। ২৪ জুলাইয়ের আন্দোলন দমাতে তিনি রাজপথে ছিলেন। সেই চাম্বুগংকে আদালত এত দ্রুত জামিন দিলো— এটা অবাক করার মতো ঘটনা। অথচ এই আদালতের বিচারকরাই গত ১৫ বছরে গায়েবি মামলায় ছাত্র-জনতাকে বছরের পর বছর কারাভোগ করিয়েছেন।
বিজ্ঞাপন
মো. নাইমুর রহমান তালুকদার/এমএন