বাগেরহাটে করোনায় এক দিনে আক্রান্ত ১০২
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৩২৭ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯১ নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
আর জেলার বিভিন্ন উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে করা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪জন।
বিজ্ঞাপন
এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন চলছে। মোংলা পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছেন।
এছাড়া মোংলা ইপিজেডে জিনলাইট বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানির ফ্লোর পরিদর্শক হাও কিনজুয়ান নামের চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। ইপিজেডের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৩ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন্ট টেস্টে তাদের করোনা শনাক্ত হয়।
বিজ্ঞাপন
করোনা শনাক্ত হওয়া সত্ত্বেও কারাখানা খোলা রাখার বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ইপিজেডে কারখানা বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলব।
সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির বলেন, এ পর্যন্ত জেলায় ১০ হাজার ১৯২ নমুনা পরীক্ষায় ২ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন, বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ের মধ্যে ১ হাজার ৫৬৭ জন সুস্থ হয়েছেন।
তানজীম আহমেদ/এমএসআর