ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হওয়ার পর এবার ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মেইনটেনেন্সের জন্য ভৈরব রেলস্টেশনে যাওয়ার পথে দ্বিতীয় মেঘনা সেতুতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে ভৈরব থেকে একটি থ্রি-আপের লোকোমোটিভ এসে ট্রেনটি ভৈরবে নিয়ে যায়।   

ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ট্রেনটির ট ও ঠ বগি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পেছনের পাঁচটি কোচ ছাড়াই সামনের অংশটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে।

পরে ট্রেনটি মেইনটেনেন্সের জন্য সামনের অংশটি আশুগঞ্জ স্টেশন থেকে ভৈরব স্টেশনের দিকে যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে দ্বিতীয় মেঘনা সেতুতে গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেন চলাচলে জটিলতা তৈরি হয়। পরে ভৈরব থেকে একটি থ্রি-আপের লোকোমোটিভ এসে ট্রেনটি ভৈরবে নিয়ে যায়।   

মাজহারুল করিম অভি/আরএআর/জেএস