বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় হেলিকপ্টারযোগে স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর মেডিকেল টিম পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগের দুটি ও সেনাবাহিনীর একটি মেডিকেল টিম আক্রান্ত লোকদের চিকিৎসাসেবা দিচ্ছে।

উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চার দিনে ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় সেখানে ওষুধসহ সেনাবাহিনীর মেডিকেল টিম পৌঁছেছে। সোমবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসৈপ্রু মারমা জানান, পাহাড়ি ঝরনার দূষিত পানি পান করে ওই এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে ওই এলাকায় সেনাবাহিনীর সহায়তায় মেডিকেল টিম কাজ করছে।

বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর ফখরুল আরেফিন বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর মেডিকেল টিমের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ওই এলাকার স্থানীয় সেনাক্যাম্প থেকেও লোকজনদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম মেনলিওপাড়া, মাংরুমপাড়া, ইয়ুংচাপাড়া, থমসংপাড়াসহ কয়েকটি এলাকায় ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে।

সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর সহায়তায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গিয়েছে। স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্প থেকেও সেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ওই এলাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানান।

রিজভী রাহাত/এমএসআর