সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব : সারওয়ার আলম
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, এখানে আপনারা যদি আমার সাথে থাকেন, জনগণ আমার সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সারওয়ার আলম বলেন, আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করব। সবার সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন। এখানকার বেশ কয়েকটা বিষয়ে আমার গুরুত্ব থাকবে। প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরিবেশ সংরক্ষণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে সারওয়ার আলম বলেন, সিলেট হলো প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতিকন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি গতকাল বুধবার রাতে সিলেটে পৌঁছান।
মাসুদ আহমেদ রনি/আরএআর