নাটোরের গুরুদাসপুরে প্রবাসীর ইমো আইডি হ্যাক করে ‘এআই’প্রযুক্তির সাহায্যে সাজানো ভিডিও দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ বিউটি আক্তার জানান, তার স্বামী আমির হোসেন ২০১৮ সাল থেকে সৌদি আরবে কর্মরত আছেন। ঘটনার দিন বিকেলে স্বামীর ইমো নম্বরে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি দেখতে পান- পুলিশের পোশাক পরা কয়েকজন তার স্বামীকে হাতকড়া পরিয়ে আটক করেছে। ভিডিওতে কথিত পুলিশ সদস্যরা প্রবাসী আমির হোসেনকে মুক্ত করতে জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে বলেন। প্রতারণামূলক ভিডিওকে সত্যি মনে করে আতঙ্কিত অবস্থায় বিউটি আক্তার তিনটি বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ২ লাখ ২১ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর আবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। তখন জানতে পারেন, তিনি সুস্থভাবে কর্মস্থলে আছেন এবং আটক হওয়ার কোনো ঘটনাই ঘটেনি। তখনই বিষয়টি প্রতারণা বলে ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ইমো আইডি হ্যাক করে আধুনিক ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে সংঘবদ্ধ একটি চক্র টাকা হাতিয়ে নিয়েছে। 

ভুক্তভোগী বিউটি আক্তার প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএআর