শিক্ষককে হত্যাচেষ্টার মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়নকেন্দ্রে
শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় এক ছাত্রীর (১৬) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলার পর বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। এরপর বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ওই ছাত্রীকে গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা পড়ান। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে হলেও তিনি বর্তমানে রাজশাহী নগরের কাজলা এলাকায় বসবাস করেন।
বিজ্ঞাপন
গত বুধবার দুপুরে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রীকে আটক করে পরিবারের কাছে দেন। ওই ছাত্রী রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে উচ্ছৃঙ্খল আচরণের কারণে ২০২৩ সালে তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে বোয়ালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলার বাদী শিক্ষক নিজেই। মামলার পর বুধবার দিবাগত রাতেই ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতে হাজির করলে আদালত তাকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
শাহিনুল আশিক/এএমকে