কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত এক ব্যক্তির লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
আজ (শনিবার) সকাল ১০টার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় সনাক্ত করা যায়নি।
বিজ্ঞাপন
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। এখন শনাক্তের জন্য মর্গে পাঠানো হবে। লাশটি সমুদ্র থেকে তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় জেলে কবির হোসেন বলেন, গত চারদিন ধরে টানা বৃষ্টির কারণে সৈকত এলাকায় তেমন একটা লোকজনের উপস্থিতি নেই। আমি সাগরের অবস্থা দেখার জন্য সৈকতে এসেছিলাম সকাল ১০টার দিকে, এসময় ঢেউয়ের সাথে কিছু একটা গড়াগড়ি খেতে দেখে কাছে যাই এবং দেখি একটা মানুষের লাশ। আমি সাথে সাথে কুয়াকাটা নৌ পুলিশকে জানাই এবং তারা ঘটনাস্থলে এসে লাশটি নিয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে এবং সাগরে একটি ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। অনেক জেলে নিখোঁজ বলে থানায় জিডি হয়েছে। লাশটি জেলেদের কারও হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে অর্ধগলিত লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসএম আলমাস/এনএফ