অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে হরি রঞ্জন দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ভোলার লালমোহন থানা-পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

হরি রঞ্জন দাসের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগর এলাকায়। তার বাবার নাম জমীনী দাস বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক হরি রঞ্জন দাসকে আটক করা হয়েছে। তার কাছে কোনো পাসপোর্ট, ভিসা পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে থানায় আনা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের বিষয়টি স্বীকার করেন। আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মো. খাইরুল ইসলাম/এএমকে