বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও অনেকে।

মৃতরা হলেন- আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়ার মাংদম ম্রো (৬২), ইয়ুংচা পাড়ার রামদন ম্রো (৫০), তুমলত ম্রো (৭০), কাইসার ম্রো (৫০), মাংরুমা পাড়ার ঙানলি ম্রো (৪৫), মাংরুম পাড়ার রেংচং ম্রো (৫৫)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। 

জানা গেছে, আলীকদমের করুকপাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুর্গম কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফলে সেখানকার বাসিন্দারা দূষিত পানি পান করছে। এতে এলাকাবাসীর মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুর্গম এলাকা হওয়ায় চিকিৎসার অভাবে তিনটি পাড়ার সবগুলো পরিবার এ রোগে আক্রান্ত হয়েছে।

কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপ্রো ম্রো বলেন, গত পাঁচ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন পাড়ার আটজন  মারা গেছে। শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। আজ সকালে আমি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে গেছি। সেখানে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের লোকজন গেছে। তারা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। দুর্গম এলাকা ও প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় ঝরনার পানি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী বিভিন্ন উৎস থেকে দূষিত পানি পান করায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাছাড়া দুর্গম এলাকা হওয়ায় সঠিক চিকিৎসার অভাবে রোগটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ছে। আলীকদম হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩০ জনের বেশি রোগী ভর্তি রয়েছে।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু বলেন, দুর্গম করুকপাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ছয়জনের মৃত্যুর খবর শুনেছি। আজ বিকেলে বিস্তারিত জানানো হবে। আমাদের চারটি মেডিকেল টিমকে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে সেখানে পাঠানো হয়েছে।

রিজভী রাহাত/এসপি