ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি চলন্ত ট্রাক থামিয়ে এটির চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৫ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম শামীম। তিনি শাহ সিমেন্টের গাড়ি চালান। তার বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে শামীম মুন্সীগঞ্জ থেকে সিমেন্ট-ভর্তি গাড়ি নিয়ে সাভারের দিকে যাচ্ছিলেন। বিশমাইল এলাকায় ইউটার্ন নিয়ে সাভারমুখী লেনে ঢুকলে ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা চালক শামীমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে এখানে তার মৃত্যু হয়।

শাহ সিমেন্টের পরিদর্শক মোহাম্মদ হানিফ শিকদার ঢাকা পোস্টকে বলেন, তিনশ বস্তা সিমেন্ট নিয়ে শামীম সাভারে আসছিলেন। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। তবে সিমেন্ট বা কিছু ছিনতাই হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শামীম নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে কোনো হেলপার ছিল কি না তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লোটন আচার্য্য/আরকে