সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারী ধরা পড়েছেন। ওই নারীসহ তার স্বামী পরিচয় দেওয়া মো. আনিসকে (৪০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঢাকা পোস্টকে বলেন, দুইজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টার দিকে রোকেয়া বেগম নামে এক নারী ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হতে আসেন। তার নাম, ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়।

কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ওই নারীর সবকিছু সন্দেহজনক মনে হলে, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তখন তাকে ইউনএনও কার্যালায়ে নেওয়া হয়। এরপর সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অন্য এক পুরুষ এসে নিজেকে রোকেয়ার স্বামী পরিচয় দেন। তারপর দুজনেই কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে আসার কথাটি স্বীকার করেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আটককৃত দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজমুল হাসান/আরএআর