লরিচাপায় প্রবাসী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লায় লরির চাপায় আবুল হাসান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে দয়াপুর নতুন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নিলে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
নিহত আবুল হাসান সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের দয়াপুর নতুন খোলা ইউটার্নে একটি লরির চাপায় পথচারী আবুল হাসানের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে জড়ো হয়ে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর ঘটনাস্থলে আসেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে পদুয়ার বাজার বিশ্বরোডে আগের যে ইউটার্ন ছিল সেটি খুলে দিয়ে দুজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অবরোধ করে রাখার ফলে মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। অবরোধের ফলে সৃষ্ট যানজটে যান চলাচল স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার আগের ইউটার্নে গাড়ি চলছে।
আরিফ আজগর/আরএআর