কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছেন দুই শিক্ষার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে সায়েম (১৬)। তারা দুজনেই স্থানীয় মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম ও তার বন্ধু আবছার। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর বিষয়ে আমরা খবর পেয়েই তৎপর হয়েছি। ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এএমকে