চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিরল প্রজাতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। জেলার ইতিহাসে এই প্রথম অজগর সাপ দেখা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি মাঠে ধান কাটার মেশিনের মধ্যে অজগরটি দেখতে পান স্থানীয় যুবক সাদ্দাম হোসেন। তিনি সাপটিকে হেফাজতে রেখে মানবতার জন্য সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যার প্রভাষক আহসান হাবীবকে খবর দেন।

অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ও ওজন প্রায় ১২ কেজি। পরে রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগ ও সংগঠনের সদস্যরা সাদ্দামের কাছ থেকে সাপটি সংগ্রহ করে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা একনজর দেখতে ভিড় করেন সাদ্দামের বাড়িতে।

মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, চুয়াডাঙ্গায় এই প্রথম বিরল প্রজাতির অজগর উদ্ধার হয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যপ্রাণীরা স্থান পরিবর্তন করছে। যেহেতু অজগর নির্বিষ সাপ, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই সতর্ক থেকে দ্রুত বন বিভাগকে খবর দেবেন।

দামুড়হুদা উপজেলার বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, অজগরটি খুলনা বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

আফজালুল হক/এআইএস