রাজবাড়ীর ৩ থানার ওসি রদবদল
রাজবাড়ীতে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে এই রদবদল হয়। জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান রদবদলের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
জানা গেছে, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারকে রাজবাড়ীর পুলিশ লাইনের লাইনওয়ারে, পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেনকে রাজবাড়ী সদর থানায়, কালুখালী থানার ওসি মাসুদুর রহমানকে পাংশা থানায় বদলি করা হয়।
বিজ্ঞাপন
কালুখালী থানায় নবাগত ওসি নাজমুল হাসান এবং রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সদর সার্কেল কার্যালয়ে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বদলিকৃতরা স্ব স্ব স্থানে যোগদান করবেন।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবেই এই রদবদল হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এমএসআর