খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে খাগড়াছড়ি সেনা জোন তাৎক্ষণিক অভিযান শুরু করে।

এ ঘটনায় আটকরা হলেন– খাগড়াছড়ি পৌরসভার মোহাম্মদপুর এলাকার আব্দুল রহিমের ছেলে বাদশা মিয়া (২৮) ও পানছড়ির ইটাখোলা এলাকার হানিফ হোসেনের ছেলে কামরুল হাসান (২৩)। তবে অপহরণ চক্রের মূলহোতা আব্দুল মালেক মিয়া ওরফে মালু এখনো পলাতক। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী বাদশা মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল হাসানকে আটক করা হয়।

রাত ১০টার দিকে আটক দুজনকে খাগড়াছড়ি সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সেনাবাহিনী আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মোহাম্মদ শাহজাহান/এসএসএইচ