বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশে ৫ দিনে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের কোলের শিশুকে হত্যা করেছে খুনি হাসিনা। এই হায়েনা এটা করেই ক্ষান্ত হয় নাই, বিএনপির প্রায় ৪ হাজারেও বেশি কর্মীকে গুম করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী বাজারে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-১ আসন থেকে বহুলী ইউনিয়নকে সরিয়ে পুনরায় সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত করায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা মুক্তিযুদ্ধের কথা বলি। সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ এক হয়ে দেশকে মুক্ত করেছিল। মুক্তি করার পরে ৭১-৭৫ পর্যন্ত সারা বাংলাদেশকে শ্মশান বানিয়েছিল। সিরাজগঞ্জের মানুষের নিশ্চয়ই মনে আছে বাজার থেকে ব্যাগ নিয়ে যেতে পারতেন না। আমরা ভুলে যাই আওয়ামী লীগ অতীতে কী করেছিল। এই ১৬ বছর আমাদের নির্যাতন করেছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছে, জেল দিয়েছিল। কত নির্বোধ ছিল এই হাসিনা। 

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আজকে আমাদের দেশে একটা গোষ্ঠী বের হয়েছে। তারা ধর্মের সার্টিফিকেট বিক্রি করছে। বেহেশতের সার্টিফিকেট বিক্রি করছে। 

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান/আরএআর