নতুন শ্রেণিকক্ষ ও নিরাপদ পানির সুবিধা পেল মুলাদীর শিশুরা
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এখন থেকে পড়াশোনা করবে আরও স্বস্তিকর পরিবেশে। সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে বিদ্যালয়টিতে নির্মিত হয়েছে নতুন শ্রেণিকক্ষ, আধুনিক টয়লেট ও নিরাপদ পানির সুবিধা।
অনুষ্ঠানিকভাবে মঙ্গলবার নবনির্মিত ভবন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) ব্লকটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে ছিল। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের সময় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এ অবস্থায় সেভ দ্য চিলড্রেন তিনটি নতুন শ্রেণিকক্ষ, তিনটি টয়লেট ও একটি গভীর নলকূপ নির্মাণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, “সেভ দ্য চিলড্রেন শিশুদের জন্য সত্যিকারের কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার নিয়ে তাদের স্বচ্ছ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই নতুন ভবন মুলাদীর শিশুদের জন্য একটি বড় উপহার।”
বিজ্ঞাপন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মুস্তাফিজুর রহমান বলেন, “সেভ দ্য চিলড্রেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। তাদের প্রতিটি পদক্ষেপই শিক্ষার মানোন্নয়নে সহায়ক।”
এই উদ্যোগে সরাসরি উপকৃত হবে বিদ্যালয়ের ২২৯ জন শিক্ষার্থী। নতুন অবকাঠামো শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাবে, শিক্ষার মান বাড়াবে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস করবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।
এসময় অন্যান্যের মধ্যে চরকালেখান ইউনিয়ন সেকেন্ডারি স্কুলের প্রতিষ্ঠাতা মো. মতাহার হোসাইন বেপারী, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের শিক্ষাখাতের পরিচালক মেহেরুন নাহার, মানবসম্পদ বিভাগের পরিচালক রাহাত আফরোজ, পরিচালক (অর্থ) তাহমিনা ইয়াসমিন, প্রকল্প পরিচালক মো. ওমর ফারুক, ব্যবস্থাপক ডা. তাহমিনা ফেরদৌসীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।