দেশের বিভিন্ন জেলায় বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই মারা যাচ্ছে অনেক মানুষ। তারপরও আদিবাসী জনগোষ্ঠীসহ অনেকের মুখে নেই মাস্ক।

করোনার সংক্রমণ রোধে নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে জয়পুরহাটের ৪ শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে জেলার সদর উপজেলার পালী আদিবাসী পাড়া এলাকায় শিক্ষার্থীরা এসব মাস্ক বিতরণ করে।

জেলা শহরের ৪ এসএসসি পরীক্ষার্থী নিজেদের জমানো টাকা দিয়ে কেনা ২৫০টিরও বেশি মাস্ক মানুষের মাঝে বিতরণ করেছে। পাশাপাশি তারা করোনার সচেতনতামূলক প্রচারণাও চালায়।

সেচ্ছাসেবী এই শিক্ষার্থীরা হলো- সাদমান হোসেন সাদিক, তানজিদ ইসলাম, মুসফিক হোসেন, মিম হোসেন।

তারা বলেন, সারাদেশে করোনা দ্বিতীয় ঢেউ চলছে। দিনদিন সংক্রমণের ভয়াবহতা বাড়ছে। এই ভয়াবহতা সম্পর্কে শহরের মানুষের মধ্যে সচেতনতা দেখা গেলেও গ্রামের পথচারী ও আদিবাসীদের মাঝে তা নেই। তাই আমরা নিজেদের হাত খরচের টাকা দিয়ে মাস্ক কিনে বিতরণ করেছি।

চম্পক কুমার/এমএইচএস