মানিকগঞ্জের ঘিওরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলা সদরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান হোসেন (২০)। এ ঘটনায় আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

ঘিওর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নতুন মোটরসাইকেল নিয়ে সুজন মণ্ডল তার দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুজন। সন্ধ্যার দিকে ঘিওর উপজেলা সদরে ঘিওর এলাকায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ঘিওর সেতুতে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা খুঁটিতে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ওই তিন বন্ধু। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনুর ইসলাম বলেন, নিহত দুইজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খরব দেওয়া হয়েছে।

সোহেল হোসেন/এএমকে