যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় শাওন সরদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। 

এ ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়। শাওন এসব মামলায় সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছে পুলিশ। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত তুষার সরদারকে এখনও আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে যশোর সিআইডির এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম নিয়ে গঠিত একটি দল রাজারহাট এলাকায় অভিযান চালায়। এসময় তারা ওই এলাকার মাসুদ রানার ছেলে তুষারকে কাশ্মীরি বিরিয়ানি হাউজের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশি করে। একপর্যায়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে দাবি করে সিআইডি।

এ সময় তুষার সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। এতে স্থানীয় কয়েকজন সিআইডি পুলিশদের ওপর হামলা চালায়। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, শাওনকে আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি তুষারের পরিহিত পোশাক উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমাদেরও একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিও মাঠে রয়েছে।

রেজওয়ান বাপ্পী/বিআরইউ