‘সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি’
ময়মনসিংহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) পঞ্চদশ সম্মেলনে দলটির নেতারা বলেছেন, সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বর্তমান অর্ন্তর্বতী সরকারের দায়িত্বকালেও দেশে গুম, খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু দুঃখজনকভাবে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে। দাঙ্গা সৃষ্টি হচ্ছে, বাড়ছে নারী নিপীড়ন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সিপিবির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিজ্ঞাপন
দলটির নেতারা বলেন, ২৪ এর স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন হলেও কাঙ্খিত গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের পথে সরকার অগ্রসর হতে ব্যার্থ হয়েছে। দেশ আজ চরম দক্ষিণ পন্থার দিকে অগ্রসরমান। জাতির এ ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধকে ভিত্তিমূল ধরে ২৪ এর গণতান্ত্রিক ও বৈষম্যহীন চেতনার বাংলাদেশ বিনির্মাণে শোষণ, বৈষম্য ও লুটপাট এর বিরুদ্ধে জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। এ জন্য কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার বিকল্প নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি আব্দুল আজিজ তালুকদার। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়।
সম্মেলনে জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন। এতে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মানবেন্দ্র দেব, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু প্রমুখ।
আমান উল্লাহ আকন্দ/এমএসএ