ভয়ে বাড়িতে ফেরেনি স্কুলছাত্রী, পুকুরে মিলল মরদেহ
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতায় মাহমুদা সিদ্দিকা (১৩) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা ওই এলাকার ইমাম আনিসুর হকের মেয়ে।
বিজ্ঞাপন
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি দোকান থেকে মালিকের অনুপস্থিততে প্যাকেটে হাত দিয়ে রুটি নেয় মাহমুদা। বিষয়টি এক নারী দেখতে পেয়ে চিৎকার দিলে দোকান মালিক এসে মেয়েটিকে ভর্ৎসনা করার পাশাপাশি বইপত্র কেড়ে রাখে। পরে বাড়িতে গিয়ে মেয়েটির বাবা-মাকে জানায়। লজ্জায় মেয়ের মা এসে দোকানদারের সামনে মেয়েকে জুতা খুলে মারপিট করেন। এরপর ভয়ে মেয়েটি আর বাড়ি ফেরেনি। পরিবারও রাতভর গোপনে মেয়েকে খুঁজে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে স্থানীয়রা চুল ভেসে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নিশ্চিত হন যে সেটি নিখোঁজ মাহমুদার মরদেহ।
স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের সময় মেয়েটির শরীরে কোনো পোশাক ছিল না। পরে একই পুকুর থেকে তার জামা ও ওড়না উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি- এটি কেবল ডুবে মৃত্যু নয়, এর পেছনে রহস্যজনক কিছু থাকতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মাহমুদার বাবা আনিসুর হক বলেন, আমার মেয়ে সাঁতার জানতো না। তাই সে পানিতে পড়ে মারা গেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রেজওয়ান বাপ্পী/আরএআর