ভাঙ্গায় নতুন কর্মসূচি ঘোষণা করে ১১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ সন্ধ্যা ৭টার দিকে ১১ ঘণ্টা পর স্থগিত করা হয়।
আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ও শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের কোনো কর্মসূচি নেই। তবে এর মধ্যেও সমাধানের আশ্বাস না পেলে রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে ২৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হবে।
বিজ্ঞাপন
এদিকে সন্ধ্যায় অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয় এবং আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও খাবার-পানি ও ভোগান্তির চাপ সামলে অনেকেই গন্তব্যে রওনা হন। ট্রাক ও কাভার্ডভ্যানগুলোও গন্তব্যে যেতে চলতে শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলগী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক বলেন, আজকের মতো আমরা অবরোধ প্রত্যাহার করেছি। আগামী দুই দিন আমাদের কোনো কর্মসূচি নেই। আগামী রোববার থেকে আমরা এক দফায় চলে যাব ভাঙ্গায় ফিরে আসার দফায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের কোনো মিশন ভিশন নেই, রাজনৈতিক কোনো উদ্দেশ্যও নেই। আমাদের চাওয়া একটাই—আমরা নগরকান্দায় যাব না। এটা সংশ্লিষ্টদের বুঝতে অনুরোধ করছি। আমরাও চাই না কারও ভোগান্তি সৃষ্টি হোক, কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ায় আমরা এ পথে এসেছি।
আরও পড়ুন
এদিকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড, এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। এছাড়াও সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা রেলসড়কের ভাঙ্গার কৈডুবিতে গাছের গুঁড়ি ফেলার ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে থেমে থাকে। পরে অন্য রুটে ঢাকায় পৌঁছায়।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
জহির হোসেন/আরএআর