খুলনা নগরীর খালিশপুর ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মো. মাসুদ হোসেনকে (৪৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত ৯টার দিকে খালিশপুর নিউ মার্কেট এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। মাসুদ হোসেন খালিশপুর লাল হাসপাতাল এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে যুবদলের সাবেক নেতা মাসুদকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায়। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, যুবদল নেতা মাসুদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এখনও পর্যন্ত জানা যায়নি। 

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না বলে তিনি অভিযোগ করেন। 

মোহাম্মদ মিলন/এনএফ