আড়াইহাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো— সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)। আনিছ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং জাহেদ স্থানীয় একটি কেজি স্কুলের ছাত্র ছিল।
বিজ্ঞাপন
পরিবারের বরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন বলেন, সকাল ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। শুরুতে অগভীর পানিতে গোসল করলেও একপর্যায়ে তারা গভীর পানিতে চলে যায় এবং আর ওপরে উঠতে পারেনি।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা ভেবেছিলেন শিশুরা পাশের বাড়িতে খেলছে। পরে দুপুর ১২টার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মেহেদী হাসান সৈকত/এমএন