বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি চৌধুরী রাজবাড়ী শহরের বিনোদপুর (রাজবাড়ী বাজার) এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, ২০১৪ সালের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বড়পুল গোলচত্বরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা জড়ো হন। বিকেল ৩টা ৪৫ মিনিটে রাব্বি চৌধুরীসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি ও গাছের ডাল ছিল। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, তদন্তে রাব্বি চৌধুরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মিকাইল হোসেন বুধবার দুপুরে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করেন। বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। রাব্বির বিরুদ্ধে সদর থানায় আরও তিনটি মামলা রয়েছে। এসব মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।

মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি