মানিকগঞ্জের ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরান গ্রামে গড়ে ওঠা ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে। এজন্য রিসোর্টটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া, রিসোর্টের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, ডেরা রিসোর্ট ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্সের জন্য আবেদন করে। কিন্তু নানা অনিয়মের কারণে তখনই তাদের আবেদন মঞ্জুর করা হয়নি। এরপরও তারা লাইসেন্স ছাড়াই রিসোর্ট চালিয়ে আসছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৫ সালের ১৬ জানুয়ারি ‘ডেইরি ফার্মের নামে কৃষিজমি দখল করে রিসোর্ট ও স্পা সেন্টার’ এবং ২০ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, অভিযোগ তদন্তে কমিটি গঠন’ শিরোনামে ঢাকাপোস্টে দুটি প্রতিবেদন প্রকাশ হয়। এসব রিপোর্টের পর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় লাইসেন্স না মঞ্জুর করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তা ইতিবাচক। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে সুশাসন নিশ্চিত হবে না।
ডেরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে রিসোর্টের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, লাইসেন্স বাতিলের খবর পেয়েছি। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। আমরা বিষয়টি আইনি উপায়ে সমাধানের চেষ্টা করবো এবং উচ্চ আদালতে আপিল করবো।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোহেল হোসেন/এআরবি