নারায়ণগঞ্জে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আনোয়ার হোসেন মেহেদী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম। গত শনিবার রাতে র্যাব-১১ মেহেদীকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ শাহীনুর আলম জানান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক জালিয়াতি মামলা রয়েছে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে।
বিজ্ঞাপন
শেখ হাসিনার আমলে মেহেদীর নেতৃত্বে সিন্ডিকেট করে গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মেহেদী হাসান সৈকত/বিআরইউ