মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪
কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) হোমনার আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে এবং আগেরদিন রোববার (২১ সেপ্টেম্বর) ২ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন,আসাদপুর গ্রামের মৃত সোলায়মান আহমেদের ছেলে মো. ইকরাম উল্লাহ (৪৫) ও একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৯) একই এলাকার ইব্রাহিম খলিল এবং শহীদ উল্লাহ।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট করাকে কেন্দ্র করে হোমনা উপজেলার আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে অবস্থিত তার বাবা কফিল উদ্দিন শাহের মাজার, একই গ্রামের আবদু শাহের মাজার, কালাই (কানু) শাহের মাজার ও হাওয়ালি শাহের মাজারসহ মোট চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওই দিন রাতে হোমনা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে একটি মামলা করেন।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ায় মহসিনকে ঘটনার দিনই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তবুও উত্তেজিত জনতা মাইকে ঘোষণা দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। এ ঘটনায় মামলার পর এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
আরিফ আজগর/এআরবি