গাইবান্ধায় পৃথক দুটি স্থানে ডোবা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজ এলাকায় নালার সঙ্গে সংযুক্ত ডোবায় ভাসমান অবস্থায় গোফফার মিয়া (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বুজরুক বরকাতপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকার একটি ডোবা থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন একই ইউনিয়নের ইসলাম মাঠের পার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয়রা জানান, সুমন মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্থানীয়ভাবে তৈরি চুয়ানি মদ পান করতেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ডোবায় পড়ে মারা যান। তার বাবা আবুল কালামও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন মৃগীরোগী ও নেশাগ্রস্ত ছিলেন। সে কারণে ডোবায় পড়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপন আকন্দ/আরএআর