সীমান্ত অতিক্রমকালে ১০ বাংলাদেশি আটক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর
সাতক্ষীরার বিভিন্ন এলাকার নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের সময় আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতের হাকিমপুর চেকপোস্ট থেকে তাদের আটক করে বিএসএফ। আটক ব্যক্তিরা সাতক্ষীরার কালীগঞ্জ, তালা, গাইবান্ধা ও খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মো. নেয়ামত আলী (৫১) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৪৬), শীলা আক্তার সরবানু (২৪), তার সন্তান হাবিব মোল্লা (৯) ও লাবিবা মোল্লা (৪ মাস), আব্দুল মোছা (৩৬), তার স্ত্রী আফরোজ মোল্লা (৩৫) ও কন্যা রুকাইয়া (৫), মোছা. মোসলেমা খাতুন (২১) ও তার কন্যা আনাবিয়া (১)। এদের মধ্যে মোসলেমা খাতুনের স্বামী ভারতীয় নাগরিক আশরাফ মিয়া।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে বিজিবির নায়েব সুবেদার মো. আবুল কাশেম আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যান এবং সাধারণ ডায়েরির মাধ্যমে থানায় হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম খলিল/এআইএস