গাজীপুরে আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে যোগ দেয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ একটি ঝুটের গুদামে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের ভয়াবহতা বাড়লে রাত সাড়ে ৯টার দিলে কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১০টা) আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চলমান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোনকল করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে আরও দুটি ইউনিট যোগ দিয়েছে।
আশিকুর রহমান/আরএআর