সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের আর্থিক উপহার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭০টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি নির্বিশেষে সব মানুষের জন্য একটি ঐক্যবদ্ধ দেশ গড়তে চায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মণ্ডল ও সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী।
বিজ্ঞাপন
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর শাখার আহ্বায়ক অনাথ মণ্ডল, পূজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী এবং পৌর আহ্বায়ক বাবুলাল মণ্ডল।
ইব্রাহিম খলিল/এআরবি