১৬ বছর পর কমিটি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন, সম্পাদক ওয়াসিম
জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। সাধারণ সম্পাদক হয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা টাউনহল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তবে সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদের বিষয়ে আগামী ৯ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সম্মেলনে।
বিজ্ঞাপন
২০০৯ সালে সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৬ বছর পর শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। পরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আরিফ আজগর/আরএআর
বিজ্ঞাপন