প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর টাঙ্গাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। মেরামত কাজ শেষে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়।

টাঙ্গাইলের তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে আগুন ধরে যায়। এর ফলে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

গ্যাস লাইন ফেটে যাওয়ার কারণ প্রসঙ্গে সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, বিদ্যুতের খুঁটির চাপের জন্যেই গ্যাসের লাইন ফেটে যায়। গ্যাস লাইনের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

তিতাস গ্যাস অফিস জানিয়েছে, রাত ৯টার দিকে বিদ্যুতের খুঁটি সরানো হয় এবং এরপর ৪-৫ ঘণ্টা মেরামতের কাজ শেষে ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।

আরিফুল ইসলাম/আরকে