পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলোচিত ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে ঘটনার আট মাস পার হলেও এখনও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাফি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির বাড়িটি পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতের আঁধারে দুর্বৃত্তরা কাফির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সে সময় বাড়িতে কাফির পিতা-মাতা ও স্বজনরা ছিলেন। তবে তারা অল্পের জন্য প্রাণে বাঁচেন এবং ঘর থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কন্টেন্ট ক্রিয়েটর কাফি বলেন, স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে আমি ভূমিকা রেখেছি, সারা দেশের মানুষ তা দেখেছে। এ কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করলেও আট মাসেও আমি কোনো ক্ষতিপূরণ পাইনি।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কাফিকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এসএম আলমাস/এআরবি