মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া কালী মন্দির এলাকার বাঁশবাগান থেকে সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশুকে উদ্ধার করেছেন দুর্গাপূজার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাঁশবাগানের দিক থেকে কান্নার শব্দ শুনে আনসার সদস্যরা সেখানে গিয়ে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। এরপর তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উদ্ধারকারী আনসার সদস্য হুসাইন জানান, টহলের সময় হঠাৎ কান্নার শব্দ শুনে বাঁশবাগানে গিয়ে দেখি একটি নবজাতক মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল না। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ বলেন, নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলায় রেফার করা হয়েছে। প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় জমে যায় উৎসুক জনতার। অনেকেই শিশুটিকে দেখতে আসেন, কেউ কেউ লালন-পালনের আগ্রহও প্রকাশ করেন। স্থানীয়রা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগ চেয়েছেন।

শিশুটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপের কাছ থেকে নবজাতকটি উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তবে সবাই শিশুটির দ্রুত সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করছেন।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তরিকুল ইসলাম/এআরবি