শামুক-ঝিনুক নিধন বন্ধে চলনবিলে অভিযান, জরিমানা আদায়
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শামুক নিধন রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা এবং শামুক বোঝাই ৯টি নৌকা জব্দ করে বিলেই অবমুক্ত করা হয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে “চলনবিলে অবাধে চলছে শামুক ক্রয়-বিক্রয়, হুমকির মুখে জীববৈচিত্র্য” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি নজরে আসে প্রশাসনের।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাকড়সন এলাকার অস্থায়ী শামুক আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন।
তিনি বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংস করে শামুক-ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী আটজনকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিঘি সগুনা গ্রামের আবুল কালাম, বেল্লাল, আসলাম হোসেন, কুদইল গ্রামের শাকিল, সাব্বির হাসান, আসলাম, আব্দুর রাজ্জাক ও রিপন।
মো. নাজমুল হাসান/এমএন