শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ায় করোনাভাইরাসে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় এক নারীসহ করোনায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে গত ৭২ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন।

করোনায় মৃতরা হলেন নওগাঁ জেলার আব্দুর রউফ (৭৬), বগুড়া গাবতলী উপজেলার দুদু প্রামাণিক (৬৭), নওগাঁর অজিত কুমার (৩০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার মাহফুজা (৬০)।

এদের মধ্যে আব্দুর রউফ টিএমএসএস হাসপাতালে, অজিত ও মাহফুজা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)  হাসপাতাল এবং দুদু প্রামাণিক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগের দিন বৃহস্পতিবার (১৭ জুন) জেলায় ৩ জন এবং বুধবার (১৬ জুন) ৪ জন করোনায় প্রাণ হারান। শুক্রবার (১৮ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন বলেন, ২৪ ঘণ্টায় ২৭৪ নমুনার ফলাফলে নতুন করে ৬১ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে সদরের ৪৯ জন, শিবগঞ্জে ৪ জন, আদমদীঘিতে ৩ জন, সোনাতলায় ২ জন, শেরপুরে ২ জন এবং কাহালুতে একজন রয়েছেন।

তিনি আরও বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৭৫৭ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮২ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর