স্কুলের টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
মাগুরা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি হওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও ফরিদপুরে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ বুধবার সকাল পর্যন্ত চলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক মোল্লা নামের এক ব্যক্তি (৪০) প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি করে পথচারী এক ভাঙ্গারি ক্রেতার কাছে বিক্রি করেন। পরবর্তীতে মিন্টু মোল্লা (৬০) ভাঙ্গারি ক্রেতার কাছ থেকে টিউবওয়েলটি উদ্ধার করে। চুরি হওয়া টিউবওয়েলটি কে বিক্রি করেছে, নাম জানতে চাইলে এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে চুরি হওয়া টিউবওয়েলটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র লাঠি, ঢাল, সরকি দিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বালিয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আনসার ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরি হওয়া নিয়ে ওই এলাকার আহমেদ ফকির ও নবাব মৃধা নামের দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সামাজিক আধিপত্য কোন্দলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তাছিন জামান/এএমকে