নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল সেন্টার এলাকায় এক কৃষকের ধানক্ষেতে জালে আটকে পড়া একটি গন্ধগোকুল উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে প্রাণীটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয় কৃষক গাহারুল প্রামানিক জানান, ফসল রক্ষায় তিনি ক্ষেতে জাল পেতে রাখেন। সেই জালেই গন্ধগোকুলটি আটকা পড়ে। প্রথমে তিনি প্রাণীটিকে চিনতে পারেননি। পরে খবর পেয়ে স্থানীয় পরিবেশকর্মীরা এসে এটি গন্ধগোকুল বলে শনাক্ত করেন এবং নিরাপদভাবে উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে পরিবেশকর্মীদের পাশাপাশি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারাও অংশ নেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং গন্ধগোকুলটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন।

তিনি বলেন, গন্ধগোকুল একটি নিরীহ নিশাচর প্রাণী। এটি বনজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্ধার অভিযানের সময় স্থানীয় মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও এর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

আশিকুর রহমান/এআরবি