বিএফইউজের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটি অনুমোদন
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয় গত ১৪ জুন। সংগঠনের ৫৩ সদস্যের মধ্যে সিংহভাগ সদস্য সেদিন ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করেন নতুন কার্যনির্বাহী কমিটি।
অবশেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (রেজি নং: ২৫৭৫) সেই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি নূরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এমআর মাহবুব , সাধারণ সম্পাদক এসএম জাফর, সহ-সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বেদারুল আলম, সদস্য শামসুল হক শারেক ও এম জসিম উদ্দিন ছিদ্দিকী।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কক্সবাজারের নেতৃবৃন্দ। বিএফইউজের নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের পক্ষ থেকে।
ইফতিয়াজ নুর নিশান/আরএআর