ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই সঙ্গে আপন ভাই-বোনের মৃত্যুতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য থেকে শুরু করে পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলেন, নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের সন্তান মো. শরীফ (৭) ও শিফা (৮)।

স্থানীয়রা জানান, দুপুরের পর ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে খেলার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। ভাইকে ডুবে যেতে দেখে বোন শিফা ছুটে গিয়ে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দু’জনই পানিতে তলিয়ে যায়।

এক পর্যায়ে প্রতিবেশীরা পানিতে ভাসতে দেখা দুটি ছোট দেহ উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসক জানান, দুজনই মারা গেছে। দুই সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। গ্রামের মানুষ বলছেন-একটি পরিবারের সব হাসি-কান্না একসাথে নিভে গেল।

স্থানীয় ব্যবসায়ী সফিউল্লাহ জানান, এমন দৃশ্য জীবনে দেখি নাই। বোন ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ দিল-এ কেমন নিষ্ঠুর নিয়তি!

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাজহারুল করিম অভি/এমএএস