নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারীর জলঢাকায় নানার সঙ্গে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে খুটামারা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুটামারা পাসারীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী (৭), কচুকাটা বাজিতপাড়া এলাকার হৃদয় ইসলামের ছেলে মাসুম (১১)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে দুই শিশু নানার সঙ্গে ধান কাটতে চারালকাটা নদীর পাশের জমিতে যায়। সেখানে গিয়ে নানা ধান কাটছিলেন এ সময়ে দুজনে নদীতে গোসল করতে নামেন। পরে একজন পানিতে ডুবে গেলে আরেকজন তাকে বাঁচানোর জন্য সেখানে গেলে সেও ডুবে যায়। এ সময়ে তার চিৎকার শুনে নানা ছুটে গিয়ে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা গিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
খুটামারা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নানার সঙ্গে নদীর পাশের জমিতে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
জলঢাকা ফায়ার সার্ভিসের সাব অফিসার আতাউর রহমান বলেন, দুজন শিশু নদীর পানিতে ডুবেছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি।
আরকে