ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, নারী ও শিশুসহ আহত ১০
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মহাসড়কের মালিবাগের জাঙ্গাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। বাসটি সোনারগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল।
বিজ্ঞাপন
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, সোনারগাঁও থেকে ছেড়ে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিভরা খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। বাসের ভেতরে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতিতে চলার কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় তদন্ত করা হবে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মীমরাজ হোসেন/এআরবি